কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজা ও ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট আবদুল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। আটক কাইয়ুম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের মৃত অহিদুর রহমান অধুর পুত্র।
৮ জুন বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার এএসআই হিরণ কুমার দে জানান, বুধবার রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ১৩৯; পিস ইয়াবাসহ মাদক সম্রাট আবদুল কাইয়ুমকে(৩৮) আটক করা হয়।