সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে গেছে দুই শিশু। এর মধ্যে এক শিশুর লাশ মিলেছে। অন্য শিশু এখনো নিখোঁজ। একই ঘটনায় আরো এক ব্যক্তি মারা গেছেন।
আজ শনিবার ভোরে উপজেলার পশ্চিম কালাইরাগ গ্রামে ওই ঘটনা ঘটে। অতিবৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা ঢলে সেলিম মিয়া নামে এক ব্যক্তির ঘর ভেসে যায়। তখন ঘরে ঘুমিয়ে ছিল সেলিমের দুই শিশু তামান্না (৩) ও সুলতানা (১)। দুই শিশুই ভেসে যায় ঢলের পানিতে। পরে তামান্নার লাশ পাওয়া যায়।
শিশু সুলতানাকে এখনো পাওয়া যায়নি। পুলিশের ধারণা, শিশু সুলতানাও মারা গেছে। একই ঘটনায় মারা গেছেন ওই গ্রামের ফারুক মিয়া (৫৬)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, অতিবৃষ্টির ফলে আজ ভোরে উজান থেকে নেমে আসা ঢলে সেলিম মিয়ার ঘর ভেসে যায়।
ওসি জানান, সেলিমের দুই শিশুই মারা গেছে। এর মধ্যে তামান্না নামের শিশুটির লাশ পাওয়া গেছে। সুলতানাকে পাওয়া যায়নি। এ ছাড়া গ্রামের ফারুক মিয়া উজানের ঢলে ভেসে গিয়ে মারা যান।
ওসি আরো জানান, এ ছাড়া ওই উপজেলায় সকাল ৮টার দিকে বজ্রপাতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি মারা গেছেন।