বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুদানভুক্ত শিক্ষক/ কর্মচারীদের জুন’২০১৩ হতে মে’২০১৪ পর্যন্ত মহার্ঘ ভাতাসহ এক বছরের বেতন-ভাতা বাবদ অর্থের ৪টি চেক স্মারক নং-ওএম-৩৪১বিঃ/০৭ (পার্ট-৩)/৮৮২৮/৪, তারিখ: ০৮/০৬/২০১৪ পত্রের মারফত অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানগণ অনুদানভুক্ত শিক্ষক/কর্মচারীগণ বেতন-ভাতার টাকা সংশ্লিষ্ট ব্যাংকসমূহ হতে আগামী ১৬ জুনের মধ্যে উত্তোলন করতে পারবেন।