জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৃহস্পতি ও রোববারের ভর্তি পরীক্ষা পিছিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বুধবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবারের ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টম্বর এবং রোববারের পরীক্ষা ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আপিল বিভাগ জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর আমৃত্যু কারাদণ্ড রায়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতি ও রোববার দলটি এ হরতাল পালন করবে।