ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় (ইডব্লিউইউ) বাংলাদেশে প্রথম বারের মতো আয়োজন করেছে কৃষি ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ইডব্লিউইউ সাপ্লাই চেঞ্জ চ্যালেঞ্জ প্রতিযোগিতা-২০১৭। প্রতিযোগিতাটি আয়োজন করেছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব অব ইডব্লিউইউ।
প্রতিযোগিতাটির শুরু হয়েছিল বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়য়ের অংশগ্রহণের মাধ্যমে। ২৯টি বিশ্ববিদ্যালয় থেকে ২৯৫টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি দলে সদস্যসংখ্যা ছিল তিনজন। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ সময় ছিল ১৩ জুন ২০১৭।
পরের দিন একই বিষয়ের উপরে একটি কর্মশালা আয়োজন করে ইডব্লিউইউ। এতে অংশগ্রহণ করে প্রায় ৩০০ প্রতিযোগী। কর্মশালায় মূল বক্তারা ছিলেন আদনান কবির, সিইও অফ স্পিড টু লিড, হেড অব স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অব এসসিএম, মদিনা গ্রুপ এবং ফারিয়া হক ট্রেনিং কনসালটেন্ট, ক্যারিয়ার সল্যুশন এন্ড এক্স-সেনজেণ্টা। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকেই একটি নির্ধারিত বিষয় সমাধান করতে বলা হয় এবং এই কাজের ফলাফল জমা দেওয়ার তারিখ নির্ধারিত হয় ১৬ জুন ২০১৭। দীর্ঘ কর্মশালা শেষে এর মডারেটরগন মূল বক্তাদের ক্রেস্ট দিয়ে সম্মান প্রদর্শন করেন। অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাবের সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
কর্মশালায় কাজের ফলাফলের ভিত্তিতে প্রথম পর্ব থেকে প্রায় ১০টি দলকে পরবর্তী পরবর্তী পর্বের জন্য নির্বাচন করা হয়। ১৯ জুন ২০১৭ তারিখে প্রতিযোগিতার শেষ পর্ব এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।