আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সফরে আসছেন। এদিন তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত একটি সভায় তার বক্তৃতা করার কথা রয়েছে। এর পর প্রধানমন্ত্রী কলাপাড়ায় কোষ্টগার্ডের একটি টেনিং ইনস্টিটিউট উদ্বোধন করবেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ জানান, ‘প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবন ২৪এপ্রিল উদ্বোধন করতে আসছেন। সে অনুযায়ী ক্যাম্পাসে সাজসজ্জার কাজ চলছে। তৈরি করা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যালবাম।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী আসার বিষয়টি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মৌখিক জানিয়েছেন।’
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো. রেজাউর রহমান জানান, ‘গত শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব স্বাক্ষরিত এক পত্রে তার ( প্রধানমন্ত্রীর) বরিশাল সফরের বিষকাটি অবহিত করা হয়।
সফরসূচী অনুযায়ী প্রধানমন্ত্রী সকাল ১০টায় কর্ণকাঠিতে বরিশার বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের উদ্বোধন করবেন। এ ছাড়া একই দিন দুপুরে পটুয়াখালী কোষ্টগার্ডের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করার কথা রয়েছে।’
এর আগে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১২ সালের ২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়।