ডায়বেটিসে আক্রান্ত রোগীরা তাদের রোগ নিয়ন্ত্রণের জন্য এই রোগের ওষুধ সেবন করে থাকেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে, ডায়বেটিসের ওষুধ শুধু ডায়বেটিস রোগীদের জন্য নয়, বরং সকলের জন্য উপকারী।
চিকিৎসকরা ডায়বেটিস রোগীদের মেটফরমিন নামের এক ধরনের ওষুধ দিয়ে থাকেন। সম্প্রতি ডায়াবেটিস, ওবেসিটি অ্যান্ড মেটাবলিজম নামের একটি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় যে, একটি গবেষণার মাধ্যমে দেখা গেছে, এই ওষুধ যাদের ডায়বেটিস নেই, তাদের ক্ষেত্রেও দারুণ উপযোগী। এই জাতীয় ওষুধ শুধু রক্তে শর্করার পরিমাণই নিয়ন্ত্রণ করে না বরং এটি শরীরে অ্যান্টি-ক্যান্সারের উপাদানও তৈরি করে। তাছাড়াও এই ওষুধের মাধ্যমে যাদের ডায়াবেটিস নেই তারা প্রোগনোস্টিক ও প্রোফিলাকটিক উপকার পেতে পারবে। গবেষকরা জানান, এই গবেষণার মাধ্যমে তারা দেখেছেন যে, ডায়াবেটিস টাইপ-২ আক্রান্ত রোগীদের এই ওষুধের সাহায্যে চিকিৎসা করলে তারা অন্যাদের তুলনায় বেশিদিন বাঁচেন৷ কারডিফ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের অধ্যাপক ক্রেগ কুরি জানিয়েছেন, খুব কম সংখ্যক ডায়াবেটিস রোগীদের মেটফোরমিন দিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু এই ওষুধ সেবনে তারা অন্যান্যদের থেকে তুলনামূলক ভাবে অনেক বেশিদিন বাঁচতে পারেন৷ সেক্ষেত্রে যে রোগীদের সালফনিলুরিয়াস জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় তাদের ক্ষেত্রে বেঁচে থাকার ক্ষমতা নন-ডায়াবেটিক রোগীদের তুলনায় ধীরে ধীরে কমতে থাকে৷ তিনি আরো জানান, এই গবেষণা থেকে আরও জানা গেছে এই সস্তা ও ব্যপক ব্যবহৃত ওষুধটি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেই কেবল উপযোগী তা নয়। এই ওষুধটি সাধারন রোগী ও যারা ডায়াবেটিস টাইপ-১ রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রেও দারুণ উপকারি৷ এছাড়াও এই ওষুধটিতে ক্যান্সার ও কার্ডিওভাসকুলার জাতীয় সমস্যা প্রতিরোধের উপাদান রয়েছে। তাছাড়াও ওষুধটি সুস্থ মানুষের ডায়াবেটিস হওয়ার ঝুঁকিকে কম করতেও সাহায্য করবে।