রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম মেডিক্যালের বার্ন ইউনিটে ১০টি আইসিইউ বেড প্রদান করেছে। রিহ্যাব কর্মকর্তারা গত মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের কাছে এসব বেড হস্তান্তর করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, এবার স্বাস্থ্যখাতে বাজেট দ্বিগুণ করা হবে। তিনি আরও বলেন, অর্থ বরাদ্দ না পেলে সেবার মান বাড়ানো সম্ভব নয়। স্বাস্থ্য সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে প্রতিটি জেলা হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন করেছেন। এখন থেকে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ শুরু হলো। এসময় স্বাস্থ্যমন্ত্রী মানুষের সেবায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি, চমেক অধ্যক্ষ ডা. সেলিম মুহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী, রিহ্যাব নেতা মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, চীন আমদানিকৃত ওই সকল এক একটি বেডের মূল্য পড়েছে, প্রায় ৮০ হাজার টাকা। এসকল বেডের কারনে চট্টগ্রাম মেডিক্যালের বার্ন ইউনিটের রোগীরা কিছুটা হলেও উপকৃত হবে বলে আশা করা যায়।