যুক্তরাষ্ট্রের আট মাসের অন্তঃসত্ত্বা নারী অ্যাথলেট ৮০০ মিটার দৌড়ে নির্বাচিত হয়েছেন। অ্যালিসিয়া মন্টানিয়ো নামের ওই নারী যুক্তরাষ্ট্রের জাতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশীপের জন্য নির্বাচিত হয়েছেন।
এর আগে অ্যালিসিয়া যুক্তরাষ্ট্রের জাতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশীপে পাঁচবার শিরোপা অর্জন করেন। গত বৃহস্পতিবার ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তিনি ট্র্যাকে নামেন। এর মাত্র ৭ সপ্তাহ পরই সন্তান প্রসব করবেন অ্যালিসিয়া। আর এই অবস্থায় নির্বাচিত পর্বে তিনি দৌড়ে সময় নিয়েছেন মাত্র ২ মিনিট ৩২.১ সেকেন্ড। ২৮ বছর বয়সী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রী দৌড়ে অধিকাংশ সময় অন্যদের চেয়ে প্রায় ১২০ মিটার পিছনে ছিলেন। কিন্তু তারপরও তিনি শেষ অবধি চেষ্টা করে, ক্রস লাইন অতিক্রম করেন। দৌড় শেষে অ্যালিসিয়া বলেন, 'দৌড়ের সময় আমার অন্তঃসত্ত্বার কথা মাথায় ছিল না। তবে আমি সত্যিই খুব ভালো অনুভব করছি। এই প্রতিযোগিতায় আমি কখনই পিছনে পড়তে চাই নি। ৮০০ মিটারে আমি সব সময়ই একনম্বর হতে চেয়েছি।' সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল, ডাক্তাররা তাকে ট্র্যাকে নামতে নিষেধ না করে বরং উৎসাহই দিয়েছিলেন, বলে জানান অ্যালিসিয়া। আর দৌড় শেষে তাকে দেখে আক্তুও অসুস্থ মনে হয়নি বলে জানা গেছে।