জি-৮ ভূক্ত অপর সাতটি দেশ ইউক্রেনে রুশ সৈন্য পাঠানোর নিন্দা জানিয়েছে। রাশিয়াও এ জোটের সদস্য। নিন্দা জানানোর পাশাপাশি বিশ্বের এই সাত শিল্প শক্তিধর দেশ চলতি বছরের জুনে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিতব্য জি-৮ সম্মেলনের প্রস্তুতিও বাতিল করেছে।
এদিকে ইউক্রেনে রুশ সেনা পাঠানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। মূলত ইউক্রেনের রুশ সংখ্যাগরিষ্ঠ ক্রিমিয়া উপদ্বীপে নিজেদের প্রভাব আরো শক্তিশালী করতেই সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ইউক্রেনের অন্তবর্তী সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ এনেছে। একইসঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীকে পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলো ভ্লাদিমির পুতিনের প্রতি তার সেনাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানালেও তাতে কর্ণপাত করছেন না রুশ প্রেসিডেন্ট। এ ব্যাপারে পুতিনের বক্তব্য হলো, রাশিয়ার নিজেদের রক্ষার অধিকার আছে। একইসঙ্গে ক্রিমিয়া ও ইউক্রেনের অন্যান্য জায়গায় রুশভাষীদের স্বার্থ রক্ষার অধিকার আছে রাশিয়ার। এদিকে জাতিসংঘের উপ-মহাসচিব জান এলিয়াসন ইউক্রেন পরিস্থিতি স্বচক্ষে প্রত্যক্ষ করতে দেশটি সফর করেছেন বলে জাতিসংঘের তরফ থেকে রবিবার জানানো হয়েছে। ইউক্রেনের ক্ষমতাসীন সরকারের প্রতি সমর্থন জানাতে মঙ্গলবার দেশটির রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর আগে ইউক্রেন বিষয়ে বৈরি আচরণ অব্যাহত রাখলে রাশিয়াকে জি-৮ থেকে বহিষ্কার করা হবে এবং বিদেশে অবস্থিত রাশিয়ার সম্পত্তি ক্রোক করা হবে বলে হুমকি দিয়েছিলেন জন কেরি।
সূত্র: বিবিসি।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, গ্রিক দ্বীপ
এজিয়ান সাগরে তুরস্কের পশ্চিম উপকূল ও গ্রিসের লেসবস দ্বীপ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার অনুভূত হওয়া এ ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটা
মোদি-ট্রাম্প প্রথম বৈঠক ২৬ জুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হবে ২৬ জুন। ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম দুই দেশের নেতার মধ্যে সরাসরি বৈঠক হতে যাচ্ছ