ঋতু বদলের সময় প্রকৃতির সাথেসাথে আমাদের ত্বকেও আসে নানানরকম পরিবর্তন। অযত্ন আর অবহেলার কারণে ত্বক হয়ে উঠে শুষ্ক আর রুক্ষ। ত্বকের হারানো সজিবতাকে ধরে রাখতে প্রাকৃতিক উপাদানের তুলনা নেই। বাংলাদেশের অতি সহজলভ্য ফল পেঁপে, প্রাকৃতিক এইসকল উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান।
