জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী রিয়াজ ও পপিকে দীর্ঘ নয় বছর পর একটি নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় আবার একসঙ্গে দেখা যাবে। ফারুক হোসেনের রচনা ও হিমেল আশরাফের নির্দেশনায় এ নাটকটির নাম ‘তবুও তুমি আমার’। রিয়াজ ও পপি ছোটপর্দায় প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন ‘মেম সাহেব’ নামে একটি টেলিফিল্মে।
এটি ২০০৫ সালের কোরবানির ঈদে বাংলাভিশনে প্রচার হয়েছিল। প্রচারের পর টেলিফিল্মটি ব্যাপকভাবে সাড়া ফেললেও এরপর আর ছোটপর্দায় রিয়াজ-পপিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। শুটিং চলতি নাটক ‘তবুও তুমি আমার’-এ একসঙ্গে কাজ করা প্রসঙ্গে রিয়াজ বলেন, খুব সচেতন এবং সিরিয়াস একজন অভিনেত্রী পপি। সবসময়ই তারমধ্যে আরও বেশি বেশি শেখার আগ্রহ কাজ করে। তিনি নিজের অভিনয় নিয়ে ভীষণ খুঁতখুঁতে। এটা একজন অভিনয়শিল্পীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। নতুন নাটকে কাজ করতে গিয়ে পুরনো দিনের কথাই মনে পড়েছে বারবার। পপি বলেন, সবসময়ই একজন বন্ধুবৎসল মানুষ রিয়াজ। এতটা সহযোগিতা পরায়ণ যে ভাবাই যায় না।
আমাদের দুজনের নতুন এ কাজটি আশা করি দর্শকদের ভাল লাগবে। আসছে ঈদে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে। এদিকে রিয়াজ ও পপি সর্বশেষ ২০০৮ সালে চন্দন চৌধুরী পরিচালিত ‘কী যাদু করিলা’ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন।
উল্লেখ্য, তারা দুজন প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন প্রয়াত পরিচালক মহম্মদ হাননান পরিচালিত ‘বিদ্রোহ চারিদিকে’ ছবিতে।