অবশেষে পর্তুগালের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন পাওলো বেন্তো। ঘরের মাঠে আলবেনিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হারের পর এমন সিদ্ধান্ত নিয়েছে পর্তুগালের ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
তবে এফপিএফ জানিয়েছে ৪৫ বছর বয়সী কোচ বেন্তোর সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই হয়েছে সব কিছু। পাশাপাশি বেন্তোকে ধন্যবাদ জানিয়েছে পর্তুগালের ফুটবল ফেডারেশন। কারণ ২০১২ ইউরো ও ২০১৪ বিশ্বকাপ বাছাইয়ে তার হাত ধরেই মূলপর্বে খেলেছে সেলেকাওরা।
এক বিবৃতিতে জানায়, ‘দলের জন্য তার করা কাজের জন্য আমরা বেন্তোর কাছে কৃতজ্ঞ। আর দলের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি আমরা। আর সেটা খুব দ্রুতই জানানো হবে।’
২০১২ ইউরো দলের দুর্দশাগ্রস্থ অবস্থায় দায়িত্ব নিয়েছিলেন বেন্তো। পর্তুগাল জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচ খেলা এই ফুটবলার কোচের দায়িত্বটা পালন করে আসছেন তারপর থেকেই। ২০১২ ইউরোতে সেমিতে গিয়ে বিদায় নেয় তার দল। আর ব্রাজিল বিশ্বকাপে অবশ্য গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বেন্তোর শিষ্যরা। আর সম্প্রতি আলবেনিয়ার বিপক্ষে পর্তুগালের হারের পর তাকে বিদায় নিতে হলো হঠাৎ করেই। এখন তার বিকল্প খুঁজতেই ব্যস্ত এফপিএফ।