চার ব্যাটসম্যানের ফিফটিতে ভর করে পাকিস্তানকে ৩২০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। রোববার এজবাস্টনে বৃষ্টির হানায় ২ ওভার কমে
আসা ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৯ রান করে ভারত। আজ পাকিস্তানের বিপক্ষে রোহিত শর্মা ৯১, শিখর ধাওয়ান ৬৮, কোহলি ৮১ ও যুবরাজ ৫৩ রান ও শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার তাণ্ডবে ভারতের বড় স্কোর গড়ে ভারত।