অ্যান্ড্রয়েড অপারেটিংয়ের স্মার্টফোন তৈরি থেকে ফিরে আসবে মাইক্রোসফট। তবে বর্তমানে যে কয়েকটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বাজারে আছে সেগুলোর বিক্রি এবং সেবা দেবে নোকিয়া অধিগ্রহণকৃত মাইক্রোসফট।
এ বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডনির্ভর ফোন উন্মুক্ত করেছিল নকিয়া।এক্স সিরিজের ফোনে আসবে উইন্ডোজ।
বাজার গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বাজার বিশ্লেষক বেন উড এ প্রসঙ্গে বলেন. ফেব্রুয়ারিতে যখন নকিয়া অ্যান্ড্রয়েড ফোন বাজারে উন্মুক্ত করেছিল সবাই মাথা চুলকাতে শুরু করেছিল। মাইক্রোসফটের নিজস্ব অপারেটিং সিস্টেম থাকতে বাজারে কম দামে নকিয়ার অ্যান্ড্রয়েডনির্ভর ফোন আনার পরিকল্পনাকে হতবুদ্ধি কর বলেই অনেকে বর্ণনা করেছিলেন।
গতকাল মাইক্রোসফটের কর্মীদের কাছে লেখা এক ইমেইলে প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগের নির্বাহী কর্মকর্তা স্টিফেন ইলোপ জানিয়েছেন, শিগগিরই আমরা সাশ্রয়ী মোবাইল ফোনের ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আনতে যাচ্ছি। বাজারে লুমিয়ার সঙ্গে দ্রুত বর্ধনশীল অংশ হচ্ছে সাশ্রয়ী স্মার্টফোনের অংশটি।
প্রসঙ্গত, খবরে আরো উঠে আসে নকিয়ার আশা সিরিজের স্মার্টফোন তৈরিও বন্ধ করে দেবে মাইক্রোসফট।