আর মনে রাখতে হবে না, অঙ্ক বা বর্ণের বড়সড় পাসওয়ার্ড। ই-মেইল চেক করার জন্য এখন সেসব কঠিন পাসওয়ার্ডের মনে রাখার দিন শেষ। এখন মেইল খুলবে, শুধুমাত্র মুখের শব্দেই।
শুনতে একটু অবাস্তব লাগলেও, প্রযুক্তির এই যুগে এখন আর কোন কিছুই অবাস্তব নয়। ইমেইল চেক করতে, আর কঠিন বা দীর্ঘাকারের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে না। বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল তার মেইল ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি নিয়ে আসছে। যদিও এটাও এক ধরণের পাসওয়ার্ড। পার্থক্য হল, কষ্ট করে দীর্ঘ বর্ণ ও অঙ্কের সিরিজ এখন আর পাসওয়ার্ডের ঘরে টাইপ করতে হবে না। আর পাসওয়ার্ড ভুলে যাওয়ার আশংকাও থাকবে না।
এ সকল সুবিধার লক্ষ্যে, গুগল কোম্পানী শব্দভিত্তক পাসওয়ার্ড পদ্ধতির জনক ইসরায়েলভিত্তিক তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান স্লিক লগ-ইন কিনে নিচ্ছে।